আমফান ক্ষতিপূরণ বন্টন দুর্নীতি মামলায় সিএজি-কে অডিটের নির্দেশ কলকাতা হাইকোর্টের

নিজস্ব সংবাদদাতা

গত ১লা ডিসেম্বর, ২০২০ আমফান ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণ বণ্টনে রাজ্য সরকারের দুর্নীতি এবং বেনিয়মের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে দায়ের করা মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি টি রাধাকৃষ্ণাণ এবং বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ সিএজি বা কম্পন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল-কে ফিনানশিয়াল ও পারফরম্যান্স অডিটের নির্দেশ দিয়েছেন। তিন মাসের মধ্যে এই রিপোর্ট জমা করতে বলা হয়েছে। মামলাকারীদের কাছে সংশ্লিষ্ট বিষয়ে কোনো নথি থাকলেও তা জমা করতে বলা হয়েছে।


ইয়ং বেঙ্গলের উদ্যোগে বাদুরিয়ার গ্রামবাসীদের তরফে মহসীন হক এবং ভাঙরের গ্রামবাসীদের তরফে আব্দুল মালেক মোল্লার দায়ের করা দুটি জনস্বার্থ মামলার পক্ষে সওয়াল করেন আইনজীবী অরিন্দম জানা, সপ্তর্ষি ব্যানার্জি এবং সিদ্ধার্থ মণ্ডল। আইনজীবীদের বক্তব্য, রাজ্য সরকারের ত্রাণ বিলির ক্ষেত্রে স্বজনপোষণের প্রবণতা দেখা গেছে। 'এগিয়ে বাংলা' ওয়েবসাইটে  ত্রাণ প্রাপকের নাম ও কারণ শুধু দেওয়া থাকলেও একই ব্লকে একই নামে একাধিক লোক থাকতে পাড়ার কারণে আসলে কে ত্রাণ পেয়েছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। অনেক ভুল লোক ত্রাণ পেলেও অনেকেই ত্রাণ না পাওয়ার অভিযোগ করেছে। ভুল লোকেরা ত্রাণের টাকা ফেরত দিলেও কতজন মোট কত টাকা ফেরত দিয়েছে তার কোনো সরকারী হিসেব নেই।

Comments

Popular posts from this blog

ফ্যাসিবাদের উত্থানের যুগে সুবিধাবাদের রমরমা

কমিউনিস্ট পার্টি ও তেলেঙ্গানা আন্দোলনের মহিলা কর্মীরা : কমঃ শর্মিষ্ঠা চৌধুরীর কলমে

কেন্দ্র সরকারের ‘জাতীয় শিক্ষা নীতি’ – একটি শিক্ষা বিরোধী ইস্তেহার