'এরা যত বেশি জানে, তত কম মানে': অমিত শাহ-র আগমনের জন্য নজরবন্দী করে রাখা হল বিশ্বভারতীর দুই বাম ছাত্র নেতাকে

সায়ন নন্দী

ফ্যাসিবাদের আক্রমনের অক্ষের মধ্যে চিরকালই থেকেছে শিক্ষাস্থল। সেই বৈশিষ্ট্য অনুযায়ী অমিত শাহের সফরে বোলপুর শান্তিনিকেতনের সাংস্কৃতিক ভূমিও বাদ গেল না। রবিবার অমিত শাহের আগমনের জন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অমিত শাহের প্রিয় পাত্র তথা গুন্ডা ও পুলিশ দিয়ে ছাত্র পেটানো উপাচার্য বিদ্যুৎ চক্রবর্ত্তীও তাই গুরুদক্ষিনা দিলেন শান্তিনিকেতনের সমস্ত ঐতিহ্যকে জলাঞ্জলি দিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি কিনা আজীবন ফ্যাসিবাদী চিন্তাধারার প্রতিবাদ করে গেছেন, সেই তাঁরই শিক্ষাভূমিতে এখন গেরুয়াকরণ চলছে। 

ক্যাম্পাসে পুলিশের নজরবন্দী ফাল্গুনী পান ও সোমনাথ সৌ


ফাল্গুনী পান


সোমনাথ সৌ 

অমিত শাহের আগমনের প্রেক্ষিতে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী ঘন্টাতলা ভেঙে ফেলা হয় গৃহমন্ত্রীর নিরাপত্তার অজুহাতে। সিএএ ও কাশ্মীরে গণতন্ত্রের মৃত্যর কান্ডারী অমিত শাহ-র আগমনের চিত্রপটে 'বিশ্বভারতী ছাত্র-ছাত্রী ঐক্য' অমিত শাহের আসার আগেরদিন একটি মিছিল, প্রতীকি বিক্ষোভ এবং কুশপুত্তলিকা দাহ করে ক্যাম্পাস চত্বরে। এর পরই ছাত্র সংগঠনের নেতৃত্ব ফাল্গুনী পান ও সোমনাথ সৌ-কে শনিবার থেকেই পুলিশি পাহাড়ার মাধ্যমে নজরবন্দী করে রাখা হয়েছে। এই পুরো প্রক্রিয়ায় একদিকে উপাচার্য-র ভূমিকা নিন্দাজনক। বিশ্ববিদ্যালয় চত্বরে রাজনৈতিক প্রোগ্রাম করতে আসা গৃহমন্ত্রীর সুবিদার্থে একই ক্যাম্পাসের ছাত্রদের প্রতিবাদ করার গণতান্ত্রিক অধিকার খর্ব করলেন তিনি। অন্যদিকে, ছাত্রদের আটক রাখতে সাহায্য করল রাজ্য পুলিশ। বিজেপি প্রেসিডেন্ট নাড্ডার গাড়িতে ঢিল এবং আমলা বদলির চাপে থাকা পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীও যে সেটিং-এর পথে চলছেন তা বলাই বাহুল্য।


Comments

Popular posts from this blog

বর্তমান সময়ে বাম ঐক্যের প্রয়োজনীয়তা

আম্বেদকরের চোখে - কেন ব্রাহ্মণ্যবাদ শাকাহারী পথ গ্রহণ করল? গো ভক্ষণ নিষিদ্ধকরণের সাথে অস্পৃশ্যতার কি সম্পর্ক রয়েছে?

Polemics on 'Fractured Freedom': C Sekhar responds to Kobad Ghandy's views