বাবরি মসজিদ ধ্বংসের কালা দিবসে ভাঙড়ের পোলেরহাটে জমি কমিটির প্রতিবাদ সভা

রূপক গায়েন; ৬ই ডিসেম্বর, ২০২০ঃ ১৯৯২ সালের ৬ই ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের কালা দিবসে দোষীদের উপযুক্ত শাস্তি ও দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির দাবীতে ভাঙড়ের জমি, জীবিকা, বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি পোলেরহাট বাজারে জনসভার আয়োজন করেছিল। সভাপতিত্ব করেন আব্দুল আজিজ মল্লিক। 

জমি কমিটির নেতা মির্জা হাসান আমাদের জানান, 'বাবরি মসজিদ ধ্বংসের কালা দিবসে ধিক্কার মিছিল এবং একটি সভার আয়োজন করেছিল জমি কমিটি। দিল্লীতে চলতে থাকা কৃষক আন্দোলনের সংহতিতে বক্তব্য রেখেছেন আমাদের নেতৃত্ব। একই সাথে রাজ্য সরকারের দুর্নীতির কথাও উঠে এসেছে তাঁদের বক্তব্যে। পোলেরহাটে এত বড় সভা এই প্রথম আমরা করতে পেড়েছি। আজকের সভার জনসমাগম দেখে বলাই যায় যে আমাদের সভা ১০০% সফল'। 


সিপিআই(এম-এল)-রেড স্টারের পক্ষে এবং জমি কমিটির মুখপাত্র হিসেবে বক্তব্য রাখেন কমঃ অলীক চক্রবর্তী এবং কমঃ শর্মিষ্ঠা চৌধুরী। সিপিআই(এম-এল)-রেড স্টারের রাজ্য নেতা এবং ভাঙড় আন্দোলনের নেতা কমঃ শংকর দাসও বক্তব্য রাখেন। জমি কমিটির নেতৃত্বের মধ্যে মহাদেব মন্ডল, ওলি মহম্মদ মল্লিক, মোশারেফ হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। জমি কমিটির কর্মী ও পঞ্চায়েত সদস্য আসুরা বিবি, জাহানারা বিবি, সালোয়ারা বিবি ও আজিজুল মোল্লারাও উপস্থিত ছিলেন। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কমঃ শর্মিষ্ঠা চৌধুরী চলমান কৃষক আন্দোলনের সংহতিতে ৮ই ডিসেম্বরের ভারত বনধকে সমর্থন এবং এনআরসি, সিএএ, এনপিআর-এর বিরোধিতায় ১১ই ডিসেম্বরের মিছিলে জমি কমিটির যোগদানের তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, 'তৃণমূলের হাত ধরা বা কংগ্রেসের পায়ে পড়া বিজেপিকে প্রতিহত করার উপায় নয়। বিজেপিকে প্রতিহত করতে নয়া কৃষি আইন ও শ্রম কোড আইনের বাতিলের দাবীতে এবং এনআরসি-সিএএ-এনপিআর-এর বিরুদ্ধে গণআন্দোলনের পথে হাঁটতে হবে। জমি কমিটি সেই আন্দোলনে অগ্রণী ভূমিকা নেবে'। কমঃ অলীক চক্রবর্তী বলেন, '৮ই ডিসেম্বর পশ্চিমবঙ্গে বনধ সফল হলে পাঞ্জাবের কৃষকরা আন্দোলনে সাহারা পাবে। দরকার পড়লে তাদের আন্দোলনের সংহতিতে আমরা রাজভবন ঘেরাও করব'। কমঃ শংকর দাস বলেন, 'মোদীর বিরোধিতা করলেই তুমি রাষ্ট্রদ্রোহী, মুসলমান হলে তুমি দেশদ্রোহী আর শিখরা খলিস্তানি বলে দেগে দেওয়া হচ্ছে। যে মুক্ত ঐক্যবদ্ধ ভারত গড়ার স্বপ্নে শ্রমিকরা স্বাধীনতার লড়াই করেছিল, সেই স্বপ্নকে বিজেপি বরবাদ করে দিয়েছে। এই ফ্যাসীবাদী আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে হবে'। আগামীদিনে বড় আন্দোলন সংঘঠিত করার কথাই  বারংবার উঠে এসেছে জমি কমিটির নেতৃত্বের বক্তব্যে।

বক্তব্যরত কমঃ শর্মিষ্ঠা চৌধুরী 


বক্তব্যরত কমঃ অলীক চক্রবর্তী 



চিত্র ও ভিডিও সূত্রঃ মির্জা হাসান, নেতা, জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি, ভাঙড় 




Comments

Popular posts from this blog

ফ্যাসিবাদের উত্থানের যুগে সুবিধাবাদের রমরমা

কমিউনিস্ট পার্টি ও তেলেঙ্গানা আন্দোলনের মহিলা কর্মীরা : কমঃ শর্মিষ্ঠা চৌধুরীর কলমে

কেন্দ্র সরকারের ‘জাতীয় শিক্ষা নীতি’ – একটি শিক্ষা বিরোধী ইস্তেহার