উলুবেড়িয়ায় 'জরি শ্রমিক ইউনিয়ন'-এর প্রতিষ্ঠা

রূপক গায়েন

দেশব্যাপী চলা রাষ্ট্রীয় শোষণের বিরুদ্ধে সংগঠিত তো বটেই, সাথে সাথে অসংগঠিত ক্ষেত্রের শ্রমজীবী মানুষদের মুষ্টিবদ্ধ হাতগুলো একত্রিত হওয়ার ছবি দিকে দিকে ফুটে উঠছে। এমনই এক দৃষ্টান্ত প্রতিফলিত হয়েছে বাংলার অসংগঠিত শ্রমজীবী জরিশিল্পীদের মধ্যেও। হাওড়া জেলার উলুবেড়িয়া মহাকুমা অঞ্চলে প্রায় সাড়ে তিনলক্ষ মানুষ এই জরিশিল্পের সাথে যুক্ত। এদের অনেকেই আবার মুম্বাই, দিল্লীর মতো জায়গায়ও কাজ করেন। শুধু পুরুষ বা নারী নয়, প্রচুর সংখ্যক শিশুশ্রমিকও অসংগঠিত এই শিল্পের সাথে যুক্ত। খাটিয়ায় মতো কাঠের ফ্রেমে কাপড় লাগানো থাকে, তার পাশে বসে ফ্রেমের নীচে পা মেলে বা হাটু মুড়ে বসে খুব কম আলো কিংবা কোনো কোনো জায়গায় অন্ধকারের মধ্যেই বারো থেকে চোদ্দ ঘন্টা কাজ করতে হয়। ফলত দীর্ঘদিন ধরে আলো আঁধারির অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করার ফলে ঘাড়ে ব্যাথা, কোমর ব্যাথা, হাত অবশ হয়ে যাওয়া ইত্যাদি ব্যাধিতে ভোগেন তাঁরা। এছাড়াও যক্ষ্মা, রিউম্যাটিক আর্থ্রাইটিসের মত রোগ তো আছেই। প্রতিনিয়ত দারিদ্রতা, পুঁজির অনিশ্চয়তা নিয়ে যুজতে  থাকা মানুষগুলোর কোমর নোটবন্দী এবং জিএসটি ভেঙেই দিয়েছিল, তার সাথে লকডাউন দোসর। ফলে বহু দক্ষশ্রমিক নিজেদের কাজ ছেড়ে দেন। এরই মধ্যে কিছু তথাকথিত এনজিও শ্রমিকদের মধ্যে হস্তশিল্পীর কার্ড বিলির অছিলায় চাঁদার নামে কাটমানি শিল্পে #এগিয়ে বাংলা স্লোগানকে জোরদার করার চেষ্টা করছিল। এইসব এনজিও শ্রমিকদের জোর করে হস্তশিল্পীর তকমা দিয়ে  শ্রমিক সংহতিতে  ফাটল ধরাতে চাইছিল। তাই নিজের পেশা বাঁচানোর তাগিদ থেকেই তাঁরা নিজেদের সংগঠন "জরি শ্রমিক ইউনিয়ন" গড়ে তোলেন। প্রাথমিকভাবে তাঁরা জেলা কমিটি তৈরী করেছেন এবং অসংগঠিত জরি শ্রমিকদের সামাজিক সুরক্ষা যোজনার অধীন নথিভুক্ত করার আন্দোলনে নেমেছেন। এই যোজনায় অন্তর্ভুক্তির ফলে তাঁরা হস্তশিল্পী থেকে উন্নীত হয়ে শ্রমিকের মর্যাদা পাবেন যার মাধ্যমে জরি শ্রমিকরা সরকারের কাছে ইএসআই, পিএফ, ন্যুনতম মজুরী, আট ঘন্টা কাজের দাবী জানাতে পারবে। জরি শ্রমিকরা আশাবাদী যে রাজ্য তথা কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী অবস্থানের বিরুদ্ধে লড়তে গেলে, নিজেদের অধিকার আদায়ের করতে হলে নিজেদের সংঘবদ্ধ হয়েই বৃহত্তর আন্দোলন কর্মসূচীই নিতে হবে, যা তাঁরা করতে পারবেনই, বসন্ত আসবেই ।

তথ্যসূত্রঃ আজাদ গণমোর্চার মুখপত্র 'মাতৃভূমি'



Comments

Popular posts from this blog

বর্তমান সময়ে বাম ঐক্যের প্রয়োজনীয়তা

আম্বেদকরের চোখে - কেন ব্রাহ্মণ্যবাদ শাকাহারী পথ গ্রহণ করল? গো ভক্ষণ নিষিদ্ধকরণের সাথে অস্পৃশ্যতার কি সম্পর্ক রয়েছে?

Polemics on 'Fractured Freedom': C Sekhar responds to Kobad Ghandy's views