মিনাখাঁর সিলিকোসিস আক্রান্ত শ্রমিকদের অধিকারের লড়াইয়ে টিইউসিআই

সায়ন নন্দী 

সিলিকোসিস পাথর গুঁড়ো করার কাজে যুক্ত শ্রমিকদের জীবনে একটি অভিশাপ। যদিও কেন্দ্র ও রাজ্য সরকারের দলবদলুদের ব্যস্ততায় শ্রমজীবি মানুষদের নিয়ে ভাবার সময় তাদের নেই। কিন্তু মানুষের পাশে দাঁড়িয়েছে 'ট্রেড ইউনিয়ন সেন্টার অফ ইন্ডিয়া' (টিইউসিআই)। সিলিকোসিস আক্রান্ত শ্রমিকদের নিয়ে  মিনাখাঁ ও সন্দেশখালির গোয়ালদহ গ্রামে সভার আয়োজন করা হয়েছিল গত ২৯শে জানুয়ারী। উপস্হিত ছিলেন মিনাখাঁ এবং সন্দেশখালির সিলিকোসিস আক্রান্ত এবং তাদের পরিবারের সদস্যরা।  টিইউসিআই-এর পক্ষ থেকে বক্তব্য রাখেন কমঃ শর্মিষ্ঠা চৌধুরী, কমঃ প্রিয়ম বসু এবং কমঃ শাহিদ মোল্লা। ১লা ফেব্রুয়ারী ১৪জনের প্রতিনিধি দল মিনাখাঁ ব্লকের ধুতুরদহ গ্রাম পঞ্চায়েতের সিলিকোসিস আক্রান্ত শ্রমিকদের দাবীপত্র জমা দিয়েছেন সংশ্লিষ্ট উন্নয়ন আধিকারিকের কাছে। প্রতিনিধি দলে ছিলেন টিইউসিআই সহ-সম্পাদক কমঃ প্রিয়ম বসু, কমঃ সুনীল পাল, সাথী বঙ্কিম মন্ডল সহ এলাকার সিলিকোসিস আক্রান্ত শ্রমিকরা।   


এগারো দফা দাবী রাখা হয়, সেগুলি হলো ঃ 

১. সরকারী ভাবে সিলিকোসিস চিহ্নিত হওয়া শ্রমিকদের মধ্যে যারা এখনো ক্ষতিপূরণ পাননি, তাঁদের ক্ষতিপূরণ প্রদানের কাজ অবিলম্বে শুরু করতে হবে । 

২. সিলিকোসিস চিহ্নিতকরনের কাজ দ্রততর করতে, সরকারীভাবে সিলিকোসিস চিহ্নিত হওয়া শ্রমিক ব্যাতিত বাকি সমস্ত কাজে যাওয়া শ্রমিকদের সরকারীভাবে তত্ত্বাবধানে এক্সরে অবিলম্বে সম্পন্ন করতে হবে ।  

৩. সিলিকোসিস আক্রান্ত শ্রমিকদের জন্য সরকারীভাবে চলা মাসিক মেডিকেল ক্যাম্পে পর্যাপ্ত, কার্যকারী ও উন্নতমানের ঔষধ সরবরাহ করতে হবে । 

৪. সরকারী ভাবে চিহ্নিত সিলিকোসিস আক্রান্ত শ্রমিকদের সরকারী  'পরিচয় পত্র ' দিতে হবে ও পেনশন চালু করতে হবে । 

৫. সরকারীভাবে চিহ্নিত সিলিকোসিস আক্রান্ত শ্রমিকদের AAY প্রকল্পে অন্তর্ভুক্ত করতে হবে এবং এখনো চিহ্নিও না হওয়া 'সিলিকোসিস ভিক্টিম'-দের G.R বা Special G.R থেকে প্রতি মাসে অতিরিক্ত রেশন দিতে হবে । 

৬. সিলিকোসিস আক্রান্ত শ্রমিকদের মৃত্যুর পর সৎকার ও অন্যান্য মৃত্যু পরর্বতী আচার অনুষ্ঠানের জন্য আর্থিক সহায়তা করতে হবে।

৭. সিলিকোসিস আক্রান্ত শ্রমিকদের সুচিকিৎসার জন্য মিনাখাঁ হাসপাতালের উন্নতিকরনের কাজ অবিলম্বে শুরু করতে হবে ।

৮. সরকারীভাবে চিহ্নিত সিলিকোসিস আক্রান্ত শ্রমিক ও এখনো চিহ্নিত না হওয়া সিলিকোসিস ভিক্টিমদের পরিবারের সন্তানদের পড়াশুনার জন্য যথাযথ সাহায্য ও সহযোগীতা করতে হবে। তাদের ছেলেমেয়েদের বিবাহের ক্ষেত্রে আর্থিক সহযোগীতা প্রদান করতে হবে । 

৯. সরকারীভাবে চিহ্নিত সিলিকোসিস আক্রান্ত শ্রমিকদের অগ্রাধিকারের ভিত্তিতে আবাস যোজনার বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদান করতে হবে । 

১০. সরকারীভাবে সিলিকোসিস আক্রান্ত শ্রমিক ও সিলিকোসিস ভিক্টিমদের পরিবারের সদস্যদের স্বনির্ভর করতে 'উৎকর্ষ বাংলা' বা অন্যান্য সরকারী প্রকল্পের অন্তর্ভুক্ত করে তাদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দিতে হবে এবং প্রশিক্ষণ শেষে উৎপাদন এবং বিপণনে সহযোগীতা করতে হবে । 

১১. বিকল্প আয়ের সুযোগ বাড়াতে সরকারীভাবে চিহ্নিত সিলিকোসিস আক্রান্ত শ্রমিক ও এখনো চিহ্নিত না হওয়া  সিলিকোসিস ভিক্টিম দের পরিবার কে হাঁস, মুরগী, ছাগল ইত্যাদি প্রদান করতে হবে। 

২রা ফেব্রুয়ারী ১৩৩টি সিলিকোসিস আক্রান্ত শ্রমিক পরিবারের জন্য মোট ১৫ কুইন্টাল চাল মিনাখাঁ ব্লক থেকে সাধারণ রিলিফ হিসাবে বন্টন করা হয়।

চিত্র সৌজন্যঃ প্রিয়ম বসু 

Comments

Popular posts from this blog

ফ্যাসিবাদের উত্থানের যুগে সুবিধাবাদের রমরমা

ঘটনার বিবরণ নয়, উপলব্ধি জরুরী; প্রসঙ্গ আর.জি.কর

কর্পোরেট হাঙরদের হাত থেকে লাদাখকে বাঁচাও!