আজ পিপল'স ব্রিগেডের ডাকে লকডাউনের ভরপাইয়ের দাবীতে মিছিলে মমতার পুলিশের আক্রমণ

নিজস্ব সংবাদদাতা, ৯ই মার্চ ২০২১ঃ আজ পিপল'স ব্রিগেডের ডাকে লকডাউনের ভরপাইয়ের দাবীতে মৌলালীর রামলীলা ময়দান থেকে মিছিলে যোগ দিতে এসেছিলেন এ রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রান্তিক খেটে খাওয়া মানুষেরা। 



জমায়েতের কিছু চিত্র 


দাবী ছিলঃ ১. আর্থিকভাবে দুর্বল সব পরিবারকে ১লক্ষ টাকা দিতে হবে। ২. অন্তত এক বছর সকল ক্ষুদ্র ঋণ মুকুব করতে হবে। ৩. ওয়ার্ক-ফ্রম-হোম সহ কোথাও দিনে ৮ঘন্টার বেশী কাজ করানো চলবে না। ৪. লকডাউনে ছাঁটাই হওয়া সকলকে পুনর্বহাল করতে হবে। ৫. ধসে যাওয়া স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠন করতে হবে। 



মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশের গণগ্রেফতারী


কিন্তু এই দাবীগুলির তেজে ক্ষিপ্ত মমতা পুলিশ লেলিয়ে মিছিল ছত্রভঙ্গ করতে নৃশংস লাঠিচার্জ এবং গণগ্রেফতারীর পথে হাঁটল। রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এ এক লজ্জাজনক অধ্যায়।

মিছিলে পুলিশি আক্রমণের একটি মর্মান্তিক দৃশ্য


আগত আন্দোলনকারী জানালেন তীব্র প্রতিবাদ। তাঁদের ক্ষোভ থেকেই স্পষ্ট যে তৃণমূল সরকার সাধারণ মানুষকে লকডাউন এবং আমফান পরবর্তী পরিস্থিতিতে কিভাবে অন্ধকারেই রেখে দিয়েছে।


মিছিলে পুলিশি আক্রমণ


পুলিশ ছিল মারমুখী ভূমিকায়। আমাদের সাংবাদিককে পর্যন্ত তারা লাঠিচার্জ করতে পিছোপা হয়নি। আগত সাধারণ মানুষদের অনেককেই আরেস্ট করলেও বাকিদের হুমকি দিয়ে ছত্রভঙ্গ করতে দেখা গেছে। আন্দোলনকারীদের আইনজীবীকে পর্যন্ত লালবাজারে ঢুকতে দেওয়া হয়নি। 

মিছিলে জনতার স্লোগান


ফলে, একদিকে যেমন মমতার সরকারের অসহিষ্ণু মনোভাব দেখা যাচ্ছে, তেমনই অন্যদিকে পুলিশের ভূমিকাও নিয়ে উঠছে প্রশ্ন। 

মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশের হুমকি


চিত্র ও ভিডিওঃ আলমগীর আলিয়া 

Comments

Popular posts from this blog

ফ্যাসিবাদের উত্থানের যুগে সুবিধাবাদের রমরমা

কমিউনিস্ট পার্টি ও তেলেঙ্গানা আন্দোলনের মহিলা কর্মীরা : কমঃ শর্মিষ্ঠা চৌধুরীর কলমে

কেন্দ্র সরকারের ‘জাতীয় শিক্ষা নীতি’ – একটি শিক্ষা বিরোধী ইস্তেহার