কমঃ শর্মিষ্ঠা চৌধুরীর কলমে মহিলা কয়েদীদের কারাজীবনের কাহিনী

[কমঃ শর্মিষ্ঠা চৌধুরী সমসাময়িক বামপন্থী আন্দোলনের অগ্রণী নেত্রী ছিলেন। গত ১৩ই জুন তাঁর অকাল প্রয়াণে বিপ্লবী বাম আন্দোলন এই দেশজোড়া সংকট মুহূর্তে বিরাট ক্ষতির সম্মুখীন হল। একাধারে সিপিআই(এম.এল)-রেড স্টার পার্টির পলিটব্যুরো সদস্য, অল ইন্ডিয়া রেভোলিউশনারি ওমেন্স অর্গানাইজেশান (এ.আই.আর.ডব্লু.ও)-এর সাধারণ সম্পাদক এবং ট্রেড ইউনিয়ন সেন্টার অফ ইন্ডিয়া (টি.ইউ.সি.আই)-এর কেন্দ্রীয় এক্সিকিউটিভ সদস্য। ভাঙড় আন্দোলনের পাশাপাশি টোটো ইউনিয়ন প্রতিষ্ঠা এবং মিল শ্রমিকদের আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রেও তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। সাম্প্রতিক দক্ষিণ দিনাজপুরের কল্যাণী সলভেক্স রাইস ব্র্যান মিলের মালিকপক্ষের গুন্ডাবাহিনীর আন্দোলনরত শ্রমিকদের উপর আক্রমণ রুখতে এবং শ্রমিকদের অধিকার আদায় করতে তিনি বিশেষ ভূমিকা পালন করেছিলেন।

---ডিলিজেন্ট পত্রিকা]        

 


তাঁর কলমে মহিলা কয়েদীদের কারাজীবনের কাহিনীঃ

(বিভিন্ন ফেসবুক পোস্ট থেকে সংগৃহীত)

 

6th February, 2018: “গত বছর আজকের দিনে ১৩ দিনের পুলিশ হেফাজত শেষে এসে পৌঁছিয়েছিলাম জেল হেফাজতে, ভবানী ভবন থেকে আলিপুর মহিলা সংশোধানাগারে। শুরু হয়েছিল ৬ মাসের জেলযাপন। একগুচ্ছ নতুন বন্ধু আর অনাস্বাদিতপূর্ব নতুন বন্ধুতার পর্ব। যে অভিজ্ঞতা সেই ছ'মাসে জেলজীবন থেকে শুষে নিয়েছিলাম, নির্দ্বিধায় বলতে পারি তা আমার চল্লিশোর্ধ্ব জীবনের অন্যতম সেরা সম্পদ। জেলবন্দী হওয়ার বর্ষপূর্তিতে ভীষণভাবে মনে পড়ছে জেলের বন্ধুদের কথা। কল্পনা, ফাইগুন্নিসা, পিয়া, হালিমা, রাজিয়া, শবনম, আরো অনেকে। আশা রাখি, লৌহকপাটের বাইরে ওদের প্রত্যেকের সাথে দেখা হবে লাল টুকটুকে এক ভোরে।“

 

24th January, 2020: “কবিতা পাইন আলিপুর মেয়েদের জেলে রাইটার ছিলেন। অনেকের মতো আমিও তাঁকে কবিতামাসী বলতাম। স্বামী খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। আমি যে সময় জেলে ছিলাম, অর্থাৎ ২০১৭ সালের প্রথম ভাগে, তখন তাঁর প্রায় ১৪ বছর জেল খাটা হয়ে গিয়েছিল। রাইটার হিসাবে কর্তৃপক্ষের ন্যাওটা ছিলেন। শোনা যায় নিয়মিত জেলারের কাছে বন্দীদের খবর সরবরাহ করতেন। ফলে তাঁকে খুব সহজে কেউ চটাতে চাইত না। একই কারণে অনেকেরই চক্ষুশূল ছিলেন।

জেলে আমার ঠাঁই হয়েছিল কবিতামাসীর মতো অন্যান্য যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দীদের সাথে কনভিক্ট ওয়ার্ডে। ফলে কবিতামাসীকে কাছ থেকে জানার বোঝার সুযোগ পাই। জেল থেকে আদৌ কোনোদিন বেরোতে পারবেন কি না বলতে বলতে একদিন কেঁদে ফেলেছিলেন। রাইটার হিসাবে কর্তৃপক্ষের 'কাছের মানুষ' হতে চাওয়া, অন্য বন্দীদের নামে চুকলি কেটে 'দায়িত্বশীল' প্রতিপন্ন হতে চাওয়া, এসবই ছিল এক নিরুপায় বিপন্নতা থেকে। এক তীব্র অসহায়ত্ব বোধ থেকে। মুক্তির আর্ত আকুতি থেকে। ধ্যানজ্ঞান ছিল একটাই, একটু কর্তৃপক্ষের মন জুগিয়ে চললে যদি ১৪ বছরের পরে ভাল ব্যবহারের কারণে তাঁকে মুক্তি দেওয়া হয়! পশ্চিমবঙ্গের জেলে শেষ এইভাবে কোনো বন্দী মুক্তি পেয়েছিল ২০১২ সালে। তাই কবিতামাসীদের আশা খুব যে উজ্জ্বল ছিল, তা না, কিন্তু আশা ছাড়া বেঁচে থাকার কোনো রসদও ছিল না। মেয়ে-জামাই মাসে দু'মাসে একবার দেখা করতে আসত। একদিন কবিতামাসী স্বামীর সাথে তাঁর একটা ছবি দেখিয়েছিলেন। তখন জানতে পারলাম ওই ছবি তিনি আগে কখনও কাউকে দেখাননি। কবিতামাসী প্রৌঢ় বয়সেই যথেষ্ট সুন্দরী ছিলেন, কিন্তু যৌবনের ওই সেপিয়া ছবিতে স্বামী-স্ত্রীকে লাগছিল যেন উত্তম-সুপ্রিয়া।

সকাল থেকে জেলের অফিসে কবিতামাসীর ডিউটি শুরু হত। পাটভাঙা শাড়ি পরে তিনি যখন যেতেন নতুন বন্দীরা অনেকেই তাঁকে জেলের স্টাফ মনে করত। দুপুরে ওয়ার্ডে ফিরে ভাত খেয়ে বালিশে মাথা রেখে টিভিতে সস্তা সিরিয়াল দেখা ছিল একটা ছোট্ট নেশা। উনি বলতেন 'আমেজ'। ভাবার চেষ্টা করতাম, ১০-১২ বছর কারান্ধকারে কাটানোর পর আমার প্রিয় আমেজগুলোও ওরকম সংকীর্ণ রূপ পাবে কি না।

আমি যেদিন জেল থেকে ছাড়া পাই, সেদিন বলেছিলেন, দেখো আমাদের জন্য কিছু করতে পারো কি না। আমি পারিনি, কিন্তু কমরেড প্রদীপ সিংহ ঠাকুর ১৪ বছরের বেশি জেল খাটা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দীদের মুক্তির ব্যাপারে একটা উদ্যোগ নিয়েছিলেন।

কয়েকদিন আগে জানতে পারলাম কবিতামাসী মুক্তি পেয়েছেন। হাইকোর্ট রায় দিয়েছে, তিনি স্বামীকে খুন করেননি। নেশাগ্রস্ত স্বামীর আক্রমণের হাত থেকে নিজেকে বাঁচাতে গিয়ে 'culpable homicide not amounting to murder' ঘটিয়ে ফেলেছিলেন। ১৬ বছর বিনা দোষে জেল খেটে তিনি সেই 'পাপমুক্ত' হলেন।

কবিতামাসীকে নতুন জীবনের অনেক শুভেচ্ছা। আগামীকাল ২৬শে জানুয়ারি। আমি চাই প্রতি ১৫ই আগস্ট ও ২৬শে জানুয়ারি, ১৪ বছরের বেশি জেলখাটা আসামীদের মুক্তি দেওয়া হোক, দেওয়া হোক নতুন জীবনের সুযোগ।“

 

5th August, 2020: “জেলে আমার সঙ্গে ছিল হালিমা আর রাজিয়া। ২০১৪ সালের খাগড়াগড় বিস্ফোরণের কথা মনে আছে তো? সেই ঘটনায় অন্যতম অভিযুক্ত হালিমা আর রাজিয়া -- দুজনেরই ২০-র কোঠায় বয়স, প্রাণোচ্ছল, ধর্মভীরু দুটি মেয়ে। হালিমা যখন গ্রেপ্তার হয় তখন ও অন্তঃসত্ত্বা, ছেলে ইব্রাহিমের জন্ম হয় জেলে। আর রাজিয়া কয়েক মাসের শিশুকন্যা সাদিয়াকে নিয়ে জেলে আসে।

ওরা দু'জন, বাচ্চা সহ, থাকত একটা অন্ধকার, স্যাঁতসেতে, আলো-বাতাসহীন ঘরে। সঙ্গে 'মেট', যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নমিতাদি। জেলে ঢোকার পরই আমার প্রথম কৌতূহল হয়েছিল, ওরা দু'জন আলাদা একটা ঘরে থাকে কেন? অন্য সবাই তো ওয়ার্ডে থাকে। সহবন্দীরা আমায় সোৎসাহে আলোকিত করেছিলেন, "আরে, ওরা তো সন্ত্রাসবাদী। ওদের সঙ্গে কারও কথা বলা বা মেশা বারণ।"

নিষিদ্ধ জিনিসের প্রতি আমার অমোঘ আকর্ষণ। নিষিদ্ধ যখন, তখন ওদের সাথে তো মিশতেই হবে। মাওবাদী নেত্রী কল্পনা মাইতি আমার মাসখানেক আগে আলিপুর জেলে আসায় ও হালিমা-রাজিয়াদের সাথে প্রাথমিক আলাপ পরিচয়টুকু সেরে রেখেছিল। কিছু মতাদর্শগত সংগ্রাম চালানোর চেষ্টাও করেছিল। এবার এসে জুটলাম আমি। আর আমাদের চারজনের বেশ জমাটি বন্ধুত্ব হয়ে গেল। আমাদের আগে হালিমা-রাজিয়ার সাথে কেউ কথা বলত না, ফলে আমাদের পেয়ে ওরাও যেন হাফ ছেড়ে বাঁচল।

লক-আপের বাইরের সময়টা আমরা গল্প করে কাটাতাম। হালিমা আর রাজিয়া মুর্শিদাবাদ ও নদীয়া জেলার গ্রামের মেয়ে। সাধারণ, ধর্মপ্রাণ, যেমন হয় আরকি। খাগড়াগড় কান্ডের সাথে ওদের যতটুকু যোগাযোগ পুরোটাই ওদের স্বামীদের সূত্রে। এককথায় বলতে গেলে, ওরা গ্রেপ্তার হয়েছিল কারণ ওরা খাগড়াগড় বিস্ফোরণের মূল অভিযুক্তদের স্ত্রী ছিল। এই ধরনের বন্দীদের আদৌ রাজনৈতিক বন্দী বলা যায় কি না, তা নিয়ে মানবাধিকার আন্দোলনের মধ্যেই বিতর্ক আছে। ফলে এদের অবস্থা হয় সবচেয়ে শোচনীয়। এরা আনুষ্ঠানিক ভাবে রাজনৈতিক বন্দীর স্বীকৃতি তো পায়ই না, সামাজিক ভাবেও সেই স্বীকৃতি পায় না। আবার সাধারণ বন্দীরাও এদের স্বাভাবিক ভাবে গ্রহণ করে না। ফলে এরা, বিশেষ করে এদের মধ্যেকার নারী বন্দীরা, জেলের ভেতর হয়ে পড়ে সবচেয়ে অসহায়, নিঃসঙ্গ।

প্রসঙ্গত বলে রাখি, বিতর্ক যাই থাক, আমি যতদূর জানি খাগড়াগড় কান্ডে অভিযুক্তদের আইনি সহায়তা পেতে এপিডিআর ও বন্দীমুক্তি কমিটি সাহায্য করেছিল।

হালিমা-রাজিয়াদের অভিজ্ঞতা শুনেছিলাম। ওদের জন্য বরাদ্দ হল সলিটারি কনফাইনমেন্ট, অন্যদের সাথে মেলামেশায় কঠোর নিষেধাজ্ঞা। খাগড়াগড়ের বিস্ফোরণে আহত হয়ে রাজিয়ার স্বামী হাসপাতালে পুলিশ কাস্টডিতে মারা যায়। সদ্য বিধবা তরুণী। কোলে দুধের শিশু। বাইরের জগতের অভিজ্ঞতা খুবই কম। জেলে আসার কয়েক সপ্তাহ পরেই ওর বাবার মৃত্যুসংবাদ আসে। মানসিক ভাবে সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়ে রাজিয়া। রীতিমতো অসুস্থ হয়ে যায়। ওর অবস্থা দেখে জেলের ওয়েলফেয়ার অফিসার পরামর্শ দেন সেলাইয়ের কাজে যুক্ত হতে, তাতে মনটা একটু ভাল থাকতে পারে।

জেলে একটা 'সেলাই ঘর' ছিল। সেখানে বন্দীরা জড়ো হয়ে সেলাই করত, মেশিনে সালোয়ার কামিজ, নাইটি, ইত্যাদি বানাত। এমব্রয়ডারির কাজ করত। ওদের তৈরি জিনিসগুলো জেলের ভেতর বন্দীদের মধ্যেও বিক্রি হত, আবার বাইরেও বিক্রির জন্য পাঠানো হত।

জেল কর্তৃপক্ষ বেঁকে বসল। রাজিয়া যদি সেলাই ঘরে গিয়ে সবার সঙ্গে সেলাই করে তাহলে তো ওর প্রভাবে সবাই 'সন্ত্রাসবাদী' হয়ে যাবে। অতএব ওয়েলফেয়ার অফিসারের প্রস্তাব নাকচ হয়ে গেল।

এরমধ্যে হালিমার বাচ্চা হওয়ার সময় এগিয়ে এল। ও ভয়ংকর অসুস্থ হয়ে পড়ল। জন্ডিস। কিন্তু জেলে চিকিৎসা হল নাম-কে-ওয়াস্তে। শেষে কোর্টে আবেদন করে হালিমার সুচিকিৎসার বন্দোবস্ত করা হল, ওর ছেলে হল। হালিমার স্বামীও একই কেসের আসামি, ছিলেন আলিপুর ছেলেদের জেলে।

হালিমা-রাজিয়াদের জেলের মাঠে হাঁটা নিষেধ ছিল। ওরা বড়জোর ওদের কুঠুরির ঠিক বাইরে দু-চার পা হাঁটার অধিকার পেয়েছিল। কল্পনা-আমি আসার পর ওদের জোর করে নিয়ে হাঁটতে বেরোতাম। আমাদের মনোভাব ছিল, কেউ কিছু বলতে আসলে দেখে নেব। যাইহোক, কর্তৃপক্ষ আমাদের ঘাঁটায়নি। ফলে জেলে ঢোকার সওয়া দু'বছর পরে হালিমা-রাজিয়া প্রাণ ভরে হাঁটতে পেরেছিল।

আলিপুর মেয়েদের জেলে একটা বেশ বাহারি ডাইনিং হল ছিল। সেখানে ওয়ার্ড অনুযায়ী, ব্যাচ করে বন্দীরা দুপুরের খাবার খেতে যেত। হৈ-হল্লা হত। "আরেকটু তরকারি দাও," "ডালটা এত থকথকে কেন যে বানাও!", এইসব চলত। জেলের বিস্বাদ তরকারির সাথে বাড়ির আচার ভাগ করে খাওয়া চলত। সবমিলিয়ে একটা হইচই ব্যাপার থাকত, সেটাই বন্দীদের কাছে বিনোদন, মনোরঞ্জন। কিন্তু হালিমা-রাজিয়াদের ডাইনিং হলে গিয়ে সবার সঙ্গে খাওয়া নিষেধ ছিল। পাছে ওদের সংস্পর্শে এসে জেলসুদ্ধ সবাই 'সন্ত্রাসবাদী' হয়ে যায়! ওদের 'মেট' ওদের অন্ধকার কুঠুরিতে খাবার নিয়ে আসত। ওরা ওই অস্বাস্থ্যকর ঘরের ভেতরে বসেই খেত।

জেলে গরমের সাথে সাথে মশার দৌরাত্ম্য বাড়ল। আগেই বলেছি ওদের কুঠুরিটা কী প্রচন্ড অস্বাস্থ্যকর। মশার কামড়ে বাচ্চাদুটো রাত্রে ঘুমাতে পারে না। হালিমা-রাজিয়া একটা মশারির জন্য জেল সুপারের কাছে আবেদন করল। সুপার বললেন, কোনও বন্দীরই মশারি নেই, তোমরা কোন্ কেউকেটা যে তোমাদের মশারি দিতে হবে? রাজিয়া সপাটে জবাব দিল, "আমরা অবশ্যই অন্য সব বন্দীদের থেকে আলাদা। সেটা বোঝাতেই তো আপনি অন্যদের আমাদের সাথে কথা বলতে পর্যন্ত নিষেধ করে রেখেছেন।" শেষে ওরা মশারির জন্য কোর্টে আবেদন করল, এবং কোর্ট তা মঞ্জুর করল। যেদিন ওরা সুপারের ঘর থেকে মশারি নিয়ে এল, সেদিন আমাদের কী যুদ্ধজয়ের আনন্দ।

ওদের কেসের ব্যাপারে কথা হত। জানতে পারলাম ওদের ফোনে যাদের নম্বর সেভ করা ছিল, সবাইকে গ্রেপ্তার করা হয়েছে বা খোঁজা চলছে। পাড়ার নির্দোষ দোকানদার, ডাক্তার সব গ্রেপ্তার হয়েছিল কারণ হালিমা বা রাজিয়ার ফোনে ওদের নম্বর সেভ করা ছিল। পরে অবশ্য তাদের মধ্যে অনেকে জামিন পায় বা খালাস হয়ে যায়। খাগড়াগড় কেস এনআইএ-র অধীনে ছিল। সহস্রাধিক পাতার চার্জশীট, কয়েক শো সাক্ষী। ইউএপিএ, দেশদ্রোহিতা সহ বিভিন্ন কঠোর ধারায় মামলা। যে মামলা সাধারণ গতিতে চললে ২০ বছরেও ফয়সালা হওয়া মুশকিল। জিজ্ঞেস করেছিলাম, "কী হবে মনে হয়?" নিষ্পাপ মুখে জবাব দিয়েছিল, "আল্লা যা চাইবে, তাই হবে।"

গত বছর আগস্ট মাসে খবরের কাগজ পড়ে জানলাম, মামলা চলাকালীন হালিমা-রাজিয়া সহ খাগড়াগড় কান্ডে অভিযুক্ত ১৯ জন বন্দী আদালতে দোষ স্বীকার করেছেন। ওদের আইনজীবী আদালতে জানিয়েছেন যে ওরা সবাই সমাজের মূলস্রোতে দ্রুত ফিরতে চায়, চায় না বছরের পর বছর ধরে মামলা চলুক। আদালত যেন ওদের আবেদন বিচার করে সাজা দেয়।

তার দু'দিন বাদে খবর বেরোল যে ওই ১৯ জনকে সাজা শোনানো হয়েছে। হালিমা ও রাজিয়ার যেহেতু বয়স কম, ছোট বাচ্চা আছে, এবং এটা ওদের প্রথম অপরাধ, তাই সবদিক বিচার করে ওদের ৬ বছরের সশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়েছে। ওরা যে-যে ধারায় অভিযুক্ত, তাতে আইনত ওটাই সর্বনিম্ন সাজা। ৬ বছরের মধ্যে ওদের প্রায় সাড়ে চার বছর জেল খাটা হয়ে গেছে, তাই খুব দ্রুতই ওরা সাজা শেষ করে জেল থেকে বেরোতে পারবে।

আমি জানি না, ওরা করোনাপর্বে জামিন বা প্যারোল পেয়েছে কি না, না কি এখনও জেলেই আছে, সাজা খাটছে। জানি না ওরা কেমন আছে। কিন্তু গতকাল সারাদিন ওদের কথা ভেবেছি।আমাদের প্রধানমন্ত্রী যখন অযোধ্যায় ভূমি পুজো করলেন, বললেন সংবিধান হত্যার ওই মুহূর্তটা নাকি কোটি কোটি ভারতবাসীর কাছে এক 'আবেগঘন' মুহূর্ত, কারণ রাম এত বছর পর স্বমহিমায়, স্বগৃহে ফিরছেন, এবং ধর্মনিরপেক্ষতার আনুষ্ঠানিক অবসান ঘটালেন, তখন কোথায় ছিল হালিমা আর রাজিয়া? জেলে, নাকি বাড়িতে? ওরা কি টিভি দেখছিল, বা রেডিও শুনছিল? হিন্দু আধিপত্যবাদের রাষ্ট্রীয় আস্ফালন কি ওদের ভীত করছিল, কুঁকড়ে দিচ্ছিল? দেশের গণতন্ত্রের ওপর আস্থা রেখে যে মূলস্রোতে ফেরার প্রতিশ্রুতি ওরা আদালতকে দিয়েছিল, প্রধানমন্ত্রীর ভূমি পুজো যে সেই 'মূলস্রোত' থেকে ওদের এবং ওদের সম্প্রদায়ের সবাইকে এক ধাক্কায় বিতাড়িত করে দিল, আনুষ্ঠানিক ভাবে 'অপর' করে দিল -- এই রাষ্ট্রীয় বিশ্বাসঘাতকতার সামনে দাঁড়িয়ে ওরা কী ভাবছিল?”

 

26th February, 2021: “তিনদিন বাদে ফেসবুকে ফিরে এসে দেখলাম ইতিমধ্যে অনেককিছু হয়ে গেছে। তিলোত্তমার ম্যানহোলে আটকে পড়ে চারজন শ্রমিক নিহত হয়েছেন, যদিও মৃত্যু না হত্যা আওয়াজটা এক্ষেত্রে খুব জোরালো বলে মনে হল না। তারমধ্যে দেখলাম মেয়র মুখ্যমন্ত্রীকে পেছনে বসিয়ে স্কুটার চালাচ্ছেন, কেন কে জানে! এই গিমিকগুলো তো বিস্বাদ হয়ে গেছে, নাকি। 'ব্রিগেড-মুখী' গানগুলোও ততধিক পীড়াদায়ক। কোনটা যে আধুনিকতা আর কোনটা প্রাচীনপন্থা আর কোনটা আদেখলাপনা, সে বোধটুকু না থাকলে যা হয় আর কি।

আরেকটা পোস্ট দেখলাম, কল্পনা আলিপুর মহিলা জেলে লাগাতার অনশন শুরু করেছে সুচিকিৎসার দাবিতে।

কল্পনা মাইতি, রাজনৈতিক কর্মী। আমার জেলের বন্ধু। ওর কথা আগেও লিখেছিলাম। মাওবাদী পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির প্রথম এবং সম্ভবত একমাত্র নারী সদস্য ছিল। ২০১০ সালের ডিসেম্বর মাসে কলকাতায় চিকিৎসা করতে আসার পর গ্রেপ্তার হয়। টানা ১০ বছরের বেশি সময় জেলে। বিচার প্রক্রিয়া চলছে তো চলছেই। ইউএপিএ-র মামলা। চার বছর আগে যখন ওর সাথে জেলে ছিলাম, তখনই ওর শারীরিক অবস্থা বেশ নড়বড়ে। সুগার, থাইরয়েড, বাত ওর শরীরে থাবা বসিয়েছিল। তার ওপর জেল কর্তৃপক্ষের ঔদাসীন্য, সুচিকিৎসার অভাব। মাঝখানে শুনেছিলাম ওকে মেদিনীপুর না বাঁকুড়া কোথায় বদলি ক'রে দিয়েছে মাস্ক-স্যানিটাইজারের দাবি তোলার 'অপরাধ'-এ। এখন দেখছি ওকে আবার আলিপুরেই ফিরিয়ে আনা হয়েছে। প্রসঙ্গত, ওর বাড়ি যেহেতু পটাশপুরে, ওকে কলকাতার জেলে রাখা মানে বাড়ির লোকের নিয়মিত দেখা করার বিষয়টাকে ইচ্ছাকৃতভাবে অসম্ভব ক'রে তোলা।

গত ১লা ফেব্রুয়ারি একটা মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে এমনকি ইউএপিএ-র মতো কঠোর আইনে অভিযুক্ত হলেও একজন মানুষের দ্রুত বিচার পাওয়ার মৌলিক অধিকার আছে এবং সে-অধিকার থেকে বঞ্চিত হলে তাকে জামিন দিতে হবে। সুপ্রিম কোর্ট ওই মামলায় আরও বলে যে, যদি মামলার দ্রুত নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা না থাকে এবং অভিযুক্ত ওই অপরাধের সর্বোচ্চ সাজার বৃহত্তর অংশ ইতিমধ্যেই খেটে থাকে, তাহলে তাকে জামিন দেওয়া উচিত।

মানে, কল্পনা যে মামলায় এখনও জামিন পায়নি, যে মামলার বিচার প্রক্রিয়া ১১ বছরেও শেষ হওয়ার নামগন্ধ নেই, যে মামলার সাজা যাবজ্জীবন কারাদণ্ড (১৪ বছর) ধরলে, কল্পনা ইতিমধ্যেই ১০+ বছর সাজা খেটে ফেলেছে, সেই মামলায় কল্পনা বা কল্পনারা জামিন পাবে না কেন? আশাকরি, যাঁরা কল্পনার মামলাগুলো দেখছেন তাঁরা সুপ্রিম কোর্টের রায়কে কাজে লাগাতে সচেষ্ট হবেন। কল্পনাকে আজ তার চিকিৎসার জন্য অনশন করতে হচ্ছে -- এ লজ্জা আমার, আপনার, সকলের।“

 

 

Comments

Popular posts from this blog

বর্তমান সময়ে বাম ঐক্যের প্রয়োজনীয়তা

আম্বেদকরের চোখে - কেন ব্রাহ্মণ্যবাদ শাকাহারী পথ গ্রহণ করল? গো ভক্ষণ নিষিদ্ধকরণের সাথে অস্পৃশ্যতার কি সম্পর্ক রয়েছে?

Polemics on 'Fractured Freedom': C Sekhar responds to Kobad Ghandy's views