আর.জি.কর মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের কালপঞ্জি
ডেস্ক রিপোর্টঃ সুরজিত মণ্ডল গত ৪ঠা অক্টোবর থেকে আর.জি.কর মেডিক্যাল কলেজের ডাক্তারী শিক্ষার্থীরা অনশন করছে প্রিন্সিপাল ডাঃ সন্দীপ ঘোষের পদত্যাগের দাবীতে। অনশন এখনও চলছে। গত ৯ই আগস্ট ছাত্রছাত্রীরা প্রিন্সিপালের সাথে দেখা করতে যায় বিভিন্ন ছাত্রছাত্রীদের সমস্যা নিয়ে কিন্তু তার সাথে দেখা করা যায়নি। কোনও শান্তিপূর্ণ সমাধানের পথেও এগোনো যায়নি। কলেজ কাউন্সিল/কর্তৃপক্ষ প্রথমদিকে তাদের দাবীতে কোনও আমল দেয়নি। যে ঘটনাটি ঘটে - রোহন কুণ্ডু, অভীক সেন ও আশিস পান্ডে, এরা তিনজন মিলে কলেজে একটি তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট খুলে ফেলে কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের সাথে কোনও কথা না বলে। তারাই ছাত্র কাউন্সিলের দায়িত্ব অগণতান্ত্রিকভাবে গ্রহণ করার চেষ্টা করে। এখান থেকেই প্রাথমিকভাবে ঝামেলার সূত্রপাত। এরপর, ছাত্রছাত্রীরা যে দাবীগুলি তোলে, তার মধ্যে একটি হল, মহিলা শিক্ষার্থীরা যে লেডিস হোস্টেলে থাকত, ৯ই আগস্ট-এর কিছুদিন আগে একটি অর্ডার বের করে তাদেরকে কিছু না জানিয়ে বা তাদের কোন মতামত না নিয়ে অন্য একটি জায়গায় তাদের জিনিসপত্রগুলো স্থানান্তরিত করে দেওয়া হয়। ফলে ছাত্রছাত্রীদের যখন অনলাইন ক্লাস সমাপ্ত হয়ে অফলাই