১৯শে মে
জয়ন্ত শূর
বাংলা ভাষাকে ভালোবেসে যারা নেমেছিল রাজপথে
কেন হেরে যাবে, হারবেই না, একদম কোনমতে।
মিছিল চলেছে গ্রাম থেকে গ্রামে শাসকের চোখে ভয়
জিতবেই তারা আসবেই ভোর নেই কোন সংশয়।
যুব থেকে যুবা স্কুল পড়ুয়া সাধারণ কিছু লোক
বাংলা ভাষাকে দেব তার স্থান নিজেদের যাই হোক।
পায়ে পায়ে সব তোলে কলরব
দিকে দিকে পরে সাড়া
হয়েছে স্তব্ধ শাসক জব্দ পিছিয়ে পড়েছে তারা।
বন্দুক তুলে সব কিছু ভুলে চালিয়ে দিয়েছে গুলি
রক্তে ভিজেছে রেলের দেয়াল ভেঙে যায় ঘুলঘুলি।
পড়ে থাকে পথে কানাই হিতেশ কুমুদ চন্ডিচরন
শচীন্দ্র বীরেন্দ্র হিতেন্দ্র সুনীল আরও ছিল একজন।
ছোট্ট মেয়েটি কমলা ভটচাজ রক্তে ভিজেছে দেহ
১৯শে মে পারো যদি তুমি একবার কাছে যেও।
Comments
Post a Comment