Posts

Showing posts from July, 2023

Overcoming the Inflation Transfer: Alternatives to the Dollar Demon?

Image
Sumit Ghosh The recent concerns expressed by our national media regarding payment of Russian oil imports in Chinese Yuan are based upon the enmity of the Indian ruling class with the Chinese counterpart. Such an enmity may superficially seem to foment from border disburbances and entry of counterfeit products in the market but the related geopolitical considerations are much larger in context since India finds China as a major rival against its investment ambitions in Africa [1]. However, the question arises as to why the BJP government, a potential US ally, has adopted the Nehruvian ‘Non-Alignment’ rhetoric at least ‘in principle’ amidst the ongoing Russia-Ukraine war. A simple and genuine answer would be – to cease the opportunity of obtaining crude oil from Russia at a steep discount amidst a global oil price surge due to the ongoing war. India experienced a peak inflation rate of 7.79% (April, 2022; the highest in last 8 years) just after the war began in February 2022 but shift

বেলজিয়ামের ব্রাসেলসে পিপল’স সামিট সলিডারিটি ফেস্টিভ্যালে কিউবার রাষ্ট্রপতি মিগুয়েল ডিয়াজ ক্যানেলের বক্তৃতা

Image
১৭ই জুলাই, ২০২৩-এ বেলজিয়ামের ব্রাসেলসে পিপল’স সামিট সলিডারিটি ফেস্টিভ্যালে কিউবার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক এবং কিউবা প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি মিগুয়েল মারিও ডিয়াজ-ক্যানেল বারমুডেজ নিম্নোক্ত বক্তৃতা দেন: “বিপ্লবের ৬৫তম বছর ”। (স্টেনোগ্রাফিক সংস্করণ) গ্রানমা পত্রিকায় প্রকাশিত সূত্র :  https://en.granma.cu/mundo/2023-07-20/solidarity-will-continue-to-be-an-indestructible-weapon-of-struggle-and-a-permanent-message-of-peace      ভ্রাতা রাউল; ভ্রাতা সেন্টেলা; ভ্রাতা মানু; ল্যাটিন আমেরিকা, ক্যারিবিয়ান এবং ইউরোপ থেকে আগত বোন এবং ভাইরা; কমরেড’স, যারা সামাজিক ন্যায়বিচারের জন্য লড়াই করছে (করতালি): তারা আমাকে বলেছিল যে কেউ একজন জিজ্ঞাসা করছে যে আমরা এই অনুষ্ঠানে আমাদের উপস্থিতি নিশ্চিত করব কিনা, এবং আমরা আপনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম: আপনারা কি মনে করেন যে আমরা এই অনুষ্ঠানে আসার সুযোগ হাতছাড়া করতাম? (সকলে: “না!”) আমরা কি ব্রাসেলসে থেকেও আপনাদের সাথে নিজেদের কথাগুলো ভাগ না করে থাকতে পারি! এখন যখন আমরা এখানে এসেছি, যখন আমি দেখছি এত তরুণ, এত মানুষ বিশ্বের সবচ

পঞ্চায়েতিরাজ: প্রকল্পভিত্তিক ভিক্ষার বদলে পরিকল্পনাভিত্তিক উন্নয়ন

Image
প্রতীপ নাগ   আগামীকাল পঞ্চায়েত ভোট। গ্রাম বাংলার জনগণ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে তাদের প্রতিনিধি নির্বাচন করবে। মনোনয়ন জমা থেকে প্রত্যাহার, কোনটাই শান্তিপূর্ণ হয়নি। এখনও পর্যন্ত ১৮ জনের প্রাণহানি হয়েছে। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে, গ্রাম পঞ্চায়েতের ৪৮,৬৫০টি, পঞ্চায়েত সমিতির ৯২১৭টি আর জেলা পরিষদের ৮২৫টি আসনে কোন বিরোধী পক্ষ ছিল না, অর্থাৎ ৩৪% আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল জয়লাভ করেছিল যা পঞ্চায়েত নির্বাচনের ইতিহাসে বিরল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের অর্থ হল সহিংসতা, ভয় আর আর্থিক লেনদেন। আর জেতা বিরোধী জনপ্রতিনিধিকে শাসকদলে নিয়ে নেওয়াকে তৃণমূল উচ্চাঙ্গ মার্গের শিল্পের পর্যায়ে উন্নীত করেছে। আয়ারাম-গয়ারামের রাজনীতি আমাদের রাজ্যে আমদানি করেছে তৃণমূল।  ত্রি-স্তরীয় পঞ্চায়েত: চৌকিদারি পঞ্চায়েত আইন, ইউনিয়ন বোর্ড পেরিয়ে ১৯৭৩ সালে ত্রি-স্তরীয় পঞ্চায়েত আইন বিধিবিদ্ধ হয়েছিল। ১৯৭৮ সালে বামফ্রন্ট সরকার তা প্রথম কার্যকর করে। সেই নির্বাচনে গ্রামের ভূমিহীন, গরিব, দলিত, আদিবাসী ও সংখ্যালঘু সর্বহারা পঞ্চায়েতে নির্বাচিত হয়। কাহার, হাঁড়ি, ডোম, বক্স, মোল্লা প্রভৃতি সমাজের আর্থিক ও সামা