নতুন সংসদ ভবন ও আসন্ন ডিলিমিটেশান
রক্তিম ঘোষ [অপ্রচলিত, সংখ্যা ৩, বর্ষ ১, এপ্রিল-জুন ২০২৩-এ প্রকাশিত "নতুন সংসদ রহস্য ও কুস্তির প্যাঁচ"-এর নির্বাচিত অংশ; অপ্রচলিত পত্রিকার অনুমতি নিয়ে পুনঃপ্রকাশিত; বর্তমান শিরোনাম নির্বাচিত অংশের নিরিখে নতুনভাবে দেওয়া হল।] ..."কেন নতুন সংসদ ভবন? কারণ ২০২৬ সাল হল ডিলিমিটেশনের বছর। মানে ২০২৬ সালের পরে প্রতিটি রাজ্যের জনসংখ্যা হিসাব করে সেই অনুপাত অনুসারে কোন রাজ্যে লোকসভায় কটা করে সিট থাকবে সেটা নির্ধারণ করা হবে। অবশ্য সেটা করতে করতে ২০৩১ হবে। কারণ ২০৩১ অর্থাৎ ২০২৬-এর পর প্রথম জনগণনা হবার পর সেই তথ্যের ভিত্তিতে ডিলিমিটেশন হবে। কিন্তু তাতে মোদীর মনে লাড্ডু ফোটার কারণ কী? কারণ মহিলা প্রতি সন্তান উৎপাদনের হারে এগিয়ে রয়েছে উত্তরপ্রদেশ ও বিহার সহ অন্যান্য হিন্দিভাষী রাজ্য। এই অভিযোগ আরএসএস এবং ওদের সব শাখা সংগঠন এবং বিজেপি ধারাবাহিক ভাবে তুলে চলেছে মুসলমানদের বিরুদ্ধে। ওরা প্রচুর বাচ্চা পয়দা করে। জনসংখ্যা ওদের প্রচুর বাড়ছে। ওদের রাজনীতির ভিত্তি মুসলমান বিদ্বেষ তাই মুসলমানদেরই টার্গেট করে ওরা। যদিও এসব দাবির কোনও ভিত্তি নেই তাও, ওরা প্রচার করে যে মুসলমানরা জনসংখ্যা বাড়