প্রতিবাদী লেখ্য


১ 

এভাবে কতদিন চলবে?

অনলাভ ভট্টাচার্য্য  

এভাবে কতদিন চলবে?

থামা প্রয়োজন।

কারণ দিন দিন অপ্রকৃতিস্থ হয়ে পড়ছি তথাকথিত সভ্য সমাজে শহুরে কংক্রিটের জঙ্গলে শ্বাসরুদ্ধকর মাদকতায়, পরিত্রাণ নেই। আগাছা'র মত ইচ্ছে দমন হচ্ছে সভ্যতার হাতে।

চৈত্রের দাবদাহ অস্তিত্ব টিকিয়ে রাখে আমার, শীতে কিছুটা মৃয় মান হয়ে থাকি চৈত্র আসলে জবুথবু ভাব ও শরীরের আরষ্ঠতা কেটে যায়, চিরহরিৎ-এরা নতুন সাজে সেজে ওঠে, পর্ণমোচি পায় অমরত্বের বর।

বোধহয় প্রকৃতির এই সৌন্দর্য বা নিয়ম আমায় আবার পুষ্ট করে তোলে, পথ অফুরন্ত দিগন্ত বিস্তৃত তবু থামা আমার প্রয়োজন এভাবে আর কতদিন চলবে?

ঋতুচক্রের বাধা পড়ে থাকতে চাই, কিন্তু সভ্যতার মোহে মোহগ্রস্ত বর্বর সম্প্রদায়ের অন্তর্গত হয়ে বোধ হয় তা সম্ভব না।

তাই আমার থামা প্রয়োজন, থেকে যাক তারা যারা অরণ্য কেটে বিলাস করছে বহুতলে, যারা গরীবের শ্রমে ধোঁয়া উঠায় রেস্তোরাঁয় তারা থেকে যাক। তারা চলুক পথ নতুন পথের খোঁজে। 

আমার থামা প্রয়োজন।।

এমন করে সারাজীবন চলবে কি!

নিমো 

এমন করে সারাজীবন চলবে কি!

যারা আজ মারছে লাথি, 

পোহালে এই কালো রাতি,

মানুষ ক্ষমা করবে কি! 

জেনে রেখো জ্বলবে অনল

জবাব, শোষণের যেদিন হবে! 

শহীদের রক্তে রাঙা

লাল নিশানের সেদিন হবে! 

ভেবেছ কি ধান্দাবাজ 

যত গদ্দারেরা পার পাবে! 

ইতিহাস রাখছে হিসাব

খেটে-খাওয়ার কিল-ঘুসিতে

ইনাম পাবে! 

ততদিন চলবে লড়াই

ইনকিলাব যে দেয় ডাকি

লড়াইটা কঠিন তবে থামা

তোমায় শোভা পায়  নাকি! 

মানছি মসৃণ নয় রাস্তা তবু

লড়ব কাঁধে কাঁধ মিলে

লাগাব জানের বাজী

কী যায় ভাই এ প্রাণ গেলে! 

মনে রেখো কেউ দেখবে সেদিন

 আসমানে রোদ, কাটবে কালো

আমাদের নতুন সমাজ

নতুন ভোরের প্রথম আলো!


Image Courtesy: Freepik 

Comments

Popular posts from this blog

বর্তমান সময়ে বাম ঐক্যের প্রয়োজনীয়তা

আম্বেদকরের চোখে - কেন ব্রাহ্মণ্যবাদ শাকাহারী পথ গ্রহণ করল? গো ভক্ষণ নিষিদ্ধকরণের সাথে অস্পৃশ্যতার কি সম্পর্ক রয়েছে?

Polemics on 'Fractured Freedom': C Sekhar responds to Kobad Ghandy's views