তৃণমূল কংগ্রেসের শিক্ষা নীতি
বিশেষ আলোচনা বর্তমানে এই রাজ্যে শিক্ষার যা অবস্থা তাতে নতুন করে প্রবন্ধ লেখার দরকার পড়ে না। আলাদা করে সার্ভে করার দরকার পড়ে না এটা জানতে যে রাজ্যের সাধারণ মানুষ শিক্ষার হাল সম্পর্কে ক্ষুব্ধ কিনা। একদিকে শিক্ষার মান কমছে, আর অন্যদিকে চলছে ব্যাপক নিয়োগ দুর্নীতি। একদিকে পড়ুয়ার অভাবে ৮,২০৭টি সরকারী ও সরকারী অনুদান প্রাপ্ত প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় বন্ধ করার ঘোষণা করছে তৃণমূল সরকার আর অন্যদিকে হবু শিক্ষকরা নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে পুলিশের হাতে মার খাচ্ছে। আর এসবের মাঝে তৃণমূল সরকার ২০২৩-২৪ বাজেটের শিক্ষা খাতে ১৬.৫% বরাদ্দের থেকে ২০২৪-২৫ বাজেটে তা ১৫.৬%-এ কমিয়ে আনছে। কিন্তু ‘লেসার ইভিল’ তত্ত্বায়ণের চক্করে এসব কিছুই এখন তথাকথিত প্রগতিশীল মহলের বলা মানা। শিক্ষার প্রসঙ্গ উঠলেই নয় কেন্দ্র সরকারের জাতীয় শিক্ষা নীতি আর নইলে পূর্বতন বামফ্রন্ট সরকারের শিক্ষা নীতি নিয়ে ভাষণ দেওয়ার ছলনা চলছে। বামফ্রন্টের আমলের শিক্ষা ব্যবস্থার বহু ত্রুটি ও সমস্যা থাকলেও বর্তমান পরিস্থিতির সাথে তার পার্থক্য এখানেই যে তৃণমূল কংগ্রেসের শাসনকালে শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে সরকারী শিক্ষা ক্ষেত্র, একেবারে ভেঙে