ক্ষুদ্র ঋণ ও এনজিও প্রসঙ্গে আনু মহম্মদ (পূর্বতন একটি প্রবন্ধের অনুবাদ)
বাংলাদেশ - নয়াউদারনীতির একটি মডেল ক্ষুদ্রঋণ এবং এনজিওর কাহিনী আনু মহম্মদ [মহম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হওয়ায় দেখে নেওয়া যাক তাঁর গ্রামীণ ব্যাংকের মডেল সম্পর্কে কমঃ আনু মহম্মদের বক্তব্য। মূল রচনা ২০১৫ সালে 'মান্থলি রিভিউ' পত্রিকায় প্রকাশিত। মূল ইংরেজি রচনা থেকে বঙ্গানুবাদঃ ডিলিজেন্ট পত্রিকা। মূল রচনার লিংকঃ https://monthlyreview.org/2015/03/01/bangladesh-a-model-of-neoliberalism/ ] ২০০৬ সালে মহম্মদ ইউনুসকে গ্রামীণ ব্যাংকের জন্য নোবেল শান্তি পুরস্কার দেওয়ার ঘোষণার কয়েক মাস পরে আমি জার্মানি সফরে যাই। স্বাভাবিকভাবেই আমি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এই পুরস্কার নিয়ে আনন্দ ও গর্ববোধ দেখতে পেয়েছি। বাম শিক্ষাবিদ এবং কর্মী সহ অনেক জার্মানরা এটিকে নয়াউদারবাদের বিজয় হিসাবে দেখেছিল। একটি জার্মান অ্যাক্টিভিস্ট থিয়েটার গ্রুপ আমাকে তাদের সাম্প্রতিক নাটক ‘তসলিমা অ্যান্ড দ্য মাইক্রোক্রেডিট’ দেখার আমন্ত্রণ জানায়। এই অনুষ্ঠান আমার চোখ খুলে দিয়েছিল: আমি বুঝতে পেরেছিলাম যে গ্রামীণ ব্যাংক সম্পর্কে পশ্চিমে কতটা ভুল বোঝানো হয়েছিল এবং কিভাবে মিডিয়া প্রচারাভিযান