ট্রাম্পের ট্যারিফ নীতি ভারতের উপর কি প্রভাব ফেলছে বা ফেলতে পারে?

প্রিয়াংশু দে আগের প্রবন্ধে ( https://thediligent2018.blogspot.com/2025/04/blog-post.html ) ট্রাম্পের ট্যারিফ নীতি সম্পর্কে বিস্তৃত আলোচনা করা হয়েছে। এবারে দেখে নেওয়া যাক ট্রাম্পের দ্বিতীয় টার্মে নেওয়া ট্যারিফ সিদ্ধান্তের কিরকম প্রভাব ভারতের উপর পড়তে পারে। ২রা এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্র ভারত থেকে আগত বিভিন্ন পণ্যের ওপর ট্যারিফ আরোপ করে। এটিও তাদের 'America First' অ্যাজেন্ডার অংশ। তাদের দাবি, ভারত সরকার তাদের পণ্যের ওপর যতটা ট্যারিফ নেয় তার সাথে সামঞ্জস্য সাধন করার জন্যই নাকি এই ট্যারিফ প্রণয়ন অর্থাৎ এগুলো নাকি 'reciprocal tariff' (এই গল্প যে ডাহা মিথ্যা তা আগেই বলা হয়েছে)। এবার দেখে নেওয়া যাক ভারতীয় অর্থনীতির কোন কোন গুরুত্বপূর্ণ ক্ষেত্র এই নীতির দ্বারা আহত হচ্ছে বা হতে পারে। মার্কিন সরকার সমস্তরকম গাড়ির আমদানির ওপর ট্যারিফ বাড়িয়ে ২৫% করে দেওয়ায়, ভারতে তৈরি গাড়ির রপ্তানিও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ঔষধ ও সেমিকন্ডাক্টরের ওপর ২৫% বা তার বেশি ট্যারিফ চাপানোর প্রস্তাব দেওয়া হয়েছে। মার্চের ১২ তারিখ, স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর ট্যারিফ ১০% থেকে বাড়িয়ে ২৫%-তে নিয়ে যাওয়া হয়। এ...