প্রসঙ্গ জামাইষষ্ঠী
বিমলকান্তি দাশগুপ্ত এপার-ওপার জুড়ে দুই বাংলায় আজ জামাই ষষ্ঠীর উৎসব। বাংলা সৌর ক্যালেন্ডারের হিসেবে আজ জ্যৈষ্ঠ মাসের চাঁদের তিথির ষষ্ঠ দিবস। আজকের দিনটি অরণ্যষষ্ঠী হিসেবেও পরিচিত। তবে জামাইষষ্ঠী নামেই এর পরিচয় বেশি। বাংলায় আজকে ষষ্ঠী দেবী রূপে পুজো পা’ন। তার মূর্তিও গড়া হয় কোথাও কোথাও। সে মূর্তি মৃৎকারিগরের হাতে গড়া নান্দনিক মৃর্তি নয়। পুজোর দিন কাঁচা মাটির তাল বানিয়ে বাড়ির মহিলারা তয়ের করেন। মূর্তির আদল হল সামনের দিকে পা ছড়িয়ে বসে থাকা মায়ের মূর্তি। স্তন দুটি বেশ বড় আকারের। যেন অফুরন্ত দুধের ভান্ড। কোলে তার অনেক ছেলেপুলে। সঙ্গী তার দু’টি বেড়াল। একটির রং সাদা আর অন্যটির কালো। কালো বেড়াল ষষ্ঠীর বাহন। শুধু বাহনই বা বলি কেন। আজকের ভাষায় সিকিউরিটিও বটে। সে কথা ধরা আছে ষষ্ঠীর আখ্যানে। মা ষষ্ঠীর পুজোয় দেওয়া ফল মিষ্টি খেয়ে নিয়েছিল গোপনে বাড়ির লোভী বৌ। বেড়াল সাক্ষী। শোধ নিয়েছিল বেড়াল এই দুষ্কর্মের। প্রসবকালে বৌয়ের সাত সাতটি বাচ্চা খেয়ে নিয়েছিল বেড়াল গোপনে। শেষে ষষ্ঠীর হাতে পায়ে ধরে তার পুজো করে তবে রেহাই। সন্তান ফিরে পেয়েছিল। এই ভাবে ষষ্ঠীদেবী পুজো আদায় করে ছাড়লেন ব্রাহ্মণ্য প্রভাবিত সমাজে।